To Get New Tips Trick

Click Here
Be aTrainer! Share your knowledge.
Best Advertising Network. Signup here get $;5 free
Download Our App Islamic Live TV
Home» Wapkiz Theme »wapkiz সাইট ডিজাইন করুন।
Share Post Link:


wapkiz সাইট ডিজাইন করুন।


আপনি যদি চান এক মাসেই আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাবেন তো সেটি কোন ভাবেই সম্ভব না। হ্যা, এক মাসের মধ্যে আপনি একটা ধারণা পেয়ে ওয়েব ডিজাইন শেখার জন্য সব চাইতে জরুরি যেটির প্রয়োজন সেটি হলো শেখার আগ্রহ, প্রচুর ইচ্ছেশক্তি ও যথেষ্ট সময় ব্যয় করার মতো ধৈর্য। যাবেন ও মোটামুটি ওয়েব সাইট ডিজাইন করতে পারবেন। যদি এটি এতো সহজ হতো তাহলে তো আর মানুষ বছরের পর বছর ইঞ্জিনিয়ারিং পড়ে ওয়েব ডেভেলপার হতো না। দুই এক মাসের কোর্স করেই সবাই ইঞ্জিনিয়ার হয়ে যেতো। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ও প্রয়োজন নাই। আপনি ইংরেজি বোঝেন, লিখতে পারেন ও পড়তে পারেন এইটুকু হলেই আর প্রচুর ধৈর্য থাকলেই আপনি ওয়েব ডেভেলপার হতে পারবেন। ওয়েব ডিজাইনের জন্য কম্পিউটার (পিসি) আপনি যদি শুধুই ওয়েব ডিজাইন করার জন্য কম্পিউটার নিতে চান তাহলে আপনি লো কনফিগার এর ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে পারেন। তবে আমি বলব যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনি ডেস্কটপ কিনতে পারেন আর বাজেট বেশি থাকলে আপনার ইচ্ছে মতো ডেস্কটপ বা ল্যাপটপ যা ইচ্ছে কিনতে পারেন। কেননা ওয়েব ডিজাইনের সকল কাজ প্রায় ব্রাউজারেই হয়ে থাকে তাই বেশি কনফিগারের কম্পিউটার প্রয়োজন হয় না সেরকম। আর যদি আপনি ওয়েব ডিজাইনের সাথে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট অথবা অন্য ফ্রিল্যান্সিং কাজ গুলো করতে চান তাহলে আপনার ভালো মানের কম্পিউটার কিনতে হবে। তবে ওয়েব ডিজাইনের জন্য মনিটর একটু বড় হলে ভাল হয়। শুধু ওয়েব ডিজাইনের জন্য নিতে চাইলে এই বিষয়গুলো দেখতে পারেন। মনিটরঃ ওয়েব ডিজাইনের কাজের জন্য বড় মনিটর হলে কাজ করে সুবিধা পাবেন। মাল্টিস্ক্রিনে কাজ করেও মজা পাবেন। তাই মনিটর ২১ ইঞ্চির হলে ভালো হয়। বাজেট কম হলে চায়না মনিটর ও ব্যবহার করতে পারেন। প্রসেসরঃ প্রসেসর আপনার মিনিমাম কোর আই ৩ হতে হবে। এর নিচের প্রসেসর নিলে যখন একসাথে বেশি ট্যাব খুলে কাজ করবেন তখন ট্যাব ক্রাশ করার সম্ভাবনা থাকে। হার্ডডিস্কঃওয়েব ডিজাইনের জন্য বেশি স্টোরেজের প্রয়োজন হয় না। ২০০ জিবি স্টোরেজ হলেই আপনার জন্য যথেষ্ট। কিন্তু ভাল হয় যদি আপনি নরমাল হার্ডডিস্ক না কিনে এসএসডি হার্ডডিস্ক কিনেন। এতে করে কম্পিউটারের স্পীড বৃদ্ধি পায়। মাদারবোর্ডঃ বাজেটের মধ্যে কিনতে পারেন গিগাবাইট মাদারবোর্ড। খুব ভাল মানের মাদারবোর্ড আর খুব ভাল টেকসই ও। এছাড়া বাজেট আরো কম হলে জেল এর মাদারবোর্ড কিনতে পারেন। আমি আমার বাসায় একটা জেল এর মাদারবোর্ড কিনে দিয়েছি, দুই বছর হলো এখনো কোন সমস্যা দেখি নাই। ইউ পি এসঃ আপনার এলাকায় যদি বিদ্যুতের সেরকম সমস্যা থাকে তাহলে ইউপিএস কিনতে পারেন। নইলে দেখা যাবে, কষ্ট করে পুরো পাতা কোডিং করছেন কিন্তু বিদ্যুতের জন্য সব চলে গেল আপনার। ওয়েব ডিজাইনের ভবিষ্যৎ কি? আপনি যদি ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন নিতে চান তাহলে আমি বলব আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার পেছনে লোকে কি বলল সেটি দেখার প্রয়োজন নাই। আপনি যদি ওয়েব ডিজাইন পরিপূর্ণ ভাবে শিখতে পারেন ৬ মাস ১ বছর ব্যয় করে, তবে এর পরে আপনি মাসে ওঅনায়াসেই ৫০০-১০০০ $ (ডলার) আয় করতে পারবেন। এমনকি ওয়েব ডিজাইনের উপর অভিজ্ঞ হবার পর আপনি গুগলের মতো মাল্টি নাশনাল কোম্পানি তেও চাকুরীর সুযোগ পেতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনার শুধু HTMl ও CSS অর্থাৎ কোডিং শিখলেই হচ্ছে না। কারন শুধু এই কোডিং দিয়ে আপনি কোনই কাজ পাবেন না। HTMl ও CSS শেখার পর আপনার জন্য জরুরি হলো ওয়ার্ডপ্রেস শপিফাই এইসব প্লাটফর্মের কাজ শিখে নেওয়া। যদিও এসব শেখার জন্য আপনার কোন কোডিং শিখতে হবে না, শুধু অল্প কিছুদিন প্রাকটিস করলেই হয়ে যাবে। নিউজ, ম্যাগাজিন বা ব্লগ সাইটের ৯০% ওয়েবসাইট’ই তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে আর ই-কমার্স সাইটের বেশিরভাগ শপিফাই ও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়। এইসব ছাড়াও হোস্টিং, সি প্যানেল, ডোমেইন, পিএইচপি এইসব বিষয়েও আপনার অভিজ্ঞতা থাকতে হবে কাজ পাবার জন্য। আরো ভালো হয় যদি আপনি সাইট ডিজাইনের পাশাপাশি তাদের এসইও এর কাজ গুলোও করে দিতে পারেন। যেহেতু পুরো পৃথিবীই এখন আধুনিক হচ্ছে, তাই ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আপনি ওয়েব ডিজাইন শেখার পর চাইলে লোকাল মার্কেটেও কাজ করতে পারেন। এছাড়াও ফাইবার, আপওয়ার্ক, ফ্রিলান্সার এইসব সাইট তো রয়েছেই আপনার কাজ পাবার জন্য। আপনার শুধু প্রয়োজন ভালো অভিজ্ঞতা ও একটা সুন্দর পোর্টফলিও। তাই আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান, তবে আমি বলব আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধু ওয়েব ডিজাইন দিয়েই আপনার ক্যারিয়ার উজ্জ্বল করা সম্ভব।
2021 ago 195 views [29-08-21 (04:52)]

About Author

imunjurun
author

Earn $;5 just 5 min

No responses to wapkiz সাইট ডিজাইন করুন।

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.